প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৬:৩৪ এ.এম
দুর্গাপুরে ব্যবসায়িকে ছুড়িকাঘাত, প্রায় ৬ লক্ষ টাকা ছিনতাই

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিপিনগঞ্জ বাজারের সৈকত টেলিকমের স্বত্তাধীকারি মোবাইল ব্যাংকিং ও মুদি ব্যবসায়ি সৈকত মিয়া (৩২) কে ছুড়িকাঘাত করেছে ছিনাতাইকারীরা। বুধবার রাত ৯.২০ মিনিটের দিকে সাদামাটি এলাকায় এ ঘটনা ঘটে। সৈকত জগৎকুড়া এলাকার সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে।
ব্যাবসায়ি সৈকত মিয়া জানায়, প্রতিদিনের মতো তারাবি নামাজ শেষে দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলাম। এ সময় সাদামাটি এলাকায় পৌছলে মুখোশ পড়া অবস্থায় দুইজন ছিনতাইকারি ধারালো অস্ত্র ঠেকিয়ে সাথে থাকা দোকানের টাকা ও মোবাইল ব্যাংকিং এর ১৭টি মোবাইল ফোন নেয়ার জন্য চেস্টা চালায়। ধস্তাদস্তির এক পর্যায়ে বাম হাতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং সাথে থাকা ব্যাগ ও মোবাইল গুলো ছিনিয়ে নেয়। আমার ডাক চিৎকারে আশাপাশের লোকজন ছুটে এলে রাস্তার ওপর কিছু মোবাইল ফোন ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তিতে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করে। ছিনতাইকারীদের মুখে মুখোশ থাকায় কাউকে চিনতে পারিনি। ব্যাগে দোকানের প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ছিলো। মোবাইল ব্যাংকিংয়ের ফোনে থাকা টাকা গুলো নিয়ে প্রায় ৬ লক্ষ টাকার মতো হবে।
সৈকত মিয়ার মামা বাবুল মিয়া বলেন, সৈকতের ডাক চিৎকারে আমরা ছুটে আসলেও কাউকে ধরতে পারিনি। গুরুতর আহত অবস্থায় সৈকত কে হাসপাতালে ভর্তি করিয়েছি। ওই এলাকায় প্রায়ই এমন ছিনতাইয়ের ঘটনা ঘটে। জনগনের নিরাপত্তায় ওই এলাকায় অস্থায়ী পুলিশক্যাম্প স্থাপন করার জন্য জোর দাবী জানাচ্ছি।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আনিসুল হক সুমন
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.