অন্যান্য

দুর্গাপুরে যৌথ বাহিনীর অভিযানে চার হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

  প্রতিনিধি 27 February 2025 , 5:56:01 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ 

নেত্রকোনার দুর্গাপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৮০বস্তা (প্রায় ৪,০০০ কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ওজন মাপার মেশিন ২টি ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়েছে, যার বাজার মুল্য চার লক্ষ আটত্রিশ হাজার টাকা। বুধবার রাতে দুর্গাপুর পৌরশহরের মেছুয়া বাজার এলাকার একটি মার্কেটে মঞ্জু মিয়া ও আবুল হোসেনের দোকান থেকে ভারতীয় চিনি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া (৫৩) দক্ষিনপাড়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে এবং আবুল হোসেন (৩৬) খরস এলাকার সাহেদ আলীর ছেলে।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তাদের নিজস্ব গোয়েন্দা সদস্যগন, ওই মার্কেটে ভারতীয় চিনির মজুদ রয়েছে জানতে পেরে চিনি কিনতে যায়। সেখানে চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া দোকান থেকে চিনি কিনার একপর্যায়ে গোয়েন্দা সংস্থার লোক বুঝতে পেরে সু-কৌশলে মার্কেট থেকে পালিয়ে যায়। পরবর্তিতে সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে পুলিশের সহায়তায় ওই মার্কেটে যৌথ অভিযান চালিয়ে দুটি ঘর থেকে  ৮০বস্তা (প্রায় ৪,০০০ কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়।

এ বিষয়ে অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার সাংবাদিকদের জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেয়া তথ্য ও পুলিশের সহায়তায় ওই মার্কেটে অভিযান চালিয়ে ৮০বস্তা ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করেছি। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

ওসি তদন্ত আসাদুজ্জামান বলেন, সেনাবাহিনীর অভিযানের খোঁজ পেয়ে ঘটনাস্থল থেকে জব্দকৃত ৮০ বস্তা ভারতীয় চিনি সহ ৩৯টি খালি বস্তা, ২টি ওজন মাপার মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করে থানায় নিয়ে এসেছি। পরবর্তি আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আনিসুল হক সুমন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি,২৬/০২/২০২৫ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ