অন্যান্য

দুর্গাপুরে রজত জয়ন্তী পালিত

  প্রতিনিধি 10 February 2025 , 9:01:03 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে যুগান্তরের রজত জয়ন্তী পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় স্বজন সমাবেশের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজুয়ানুল কবীর। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, স্বজন সমাবেশের সদস্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ শহীদউল্লাহ্ খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল, ওয়াহেদ আলী, মো. সিরাজুল হক, অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সমবায় অফিসার বিজন কান্তি রায়, সাবেক প্রধান শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব বীরেশ^র চক্রবর্ত্তী প্রমুখ।

এ ছাড়া অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, নির্মলেন্দু সরকার বাবুল, মাইকেল প্রদীপ বাউল, সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক জীবন কুমার রাংসা, আদিবাসী নেত্রী ও সাংবাদিক রাখী দ্রং, সাংবাদিক আ. ফ. ম সফিউল্লাহ্, ধ্রুব সরকার, ধনেশ পত্রনবীশ, এইচ এম সাইদুল ইসলাম, ডা. কামরুল ইসলাম, সুমল রায়, কালীদাস সাহা বাবু, জুয়েল রানা, আল নেমান শান্ত, আনিসুল হক সুমন, পথপাঠাগার এর সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সমাপাদক রাজেশ গৌড়, সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী হাসান তালুকদার সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন, সামাজিক ও ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৈষম্য বিরাধী আন্দোলনে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে যুগান্তর ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সংবাদ জগতের আইকন। যুগান্তরের সাহিত্যপাতা, সম্পাদকিয়পাতা ও স্বজন সমাবেশের আয়োজন অন্যান্য পত্রিকার চেয়ে একটু ভিন্ন। যুগান্তর এগিয়ে যাক, যুগান্তর কে শুভকামনা।

উল্লেখ্য: রজত জয়ন্তী উপলক্ষে ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া,  শিশুদের মেধা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আনিসুল হক সুমন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি,১০/০২/২০২৫ইং

আরও খবর

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত– ১

সেই দেলোয়ার মাস্টার সাময়িক বরখাস্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন জাকারিয়া আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে । বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। জেলার ১১ টি কলেজ থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, বিগত সময়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্য রাত-দিন কাজ করে যাচ্ছেন। নেতৃবৃন্দ আরও বলেন, উপাচার্যের এ সকল সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের প্রেক্ষিতে অধিভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এই সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে হুমকি-ধামকি দিয়ে দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা এ ধরনের হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। বক্তারা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব অপরাধীদের আইনের আওতায় না আনা হলে রাজপথে বড় কর্মসূচি দেওয়ার হুশিয়ারী প্রদান করেন। মানববন্ধন শেষ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি সানোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জালাল হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন, ওয়ালী মোহাম্মদ ওলী, মেহেদি হাসান, বিশ্বজিৎ কুমার, আসরাফুল আলম, দেলোয়ার হোসেন, নুরুল বাসার, তোতা মোল্লা, নাজমুল হক, এনামুল হক, রাকসানা খাতুন, অন্যান্য নেতৃবৃন্দসহ ১১ টি কলেজের শিক্ষকবৃন্দ।

সমস্যায় জর্জরিত নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

কিশোরগঞ্জের দ্রব্যমূল্যের দাম কম থাকায় ভোক্তাদের স্বস্তি

আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

                   

জনপ্রিয় সংবাদ