দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে রাইস মিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম ফরাজী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া।
এর আগে শনিবার দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দুর্বারজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ফরাজী স্থানীয় আব্দুস সামাদ ফরাজীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ বাড়িতে কাজ করছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় বৈদ্যুতিক তার এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় বাড়ির পাশে রাইস মিলের ভেতর বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।