অন্যান্য

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এর শেষ বিদায়

  প্রতিনিধি 5 November 2024 , 9:32:47 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার সকালে তাঁকে শেষবিদায় জানানো হয়। এর আগে রবিবার বিকেলে নিজ বাড়ীতে অসুস্থ্য জনিত কারনে মারা যান তিনি। এই বীর যোদ্ধার বাড়ি দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরণখলা গ্রামে।

এই বীর যোদ্ধার মৃত্যুতে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বীর যোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা সম্মান প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ান কবীর ও দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল, মো. ওয়াহেদ আলী, মো. সিরাজুল হক, মো. আব্দুল খালেক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আনিসুল হক সুমন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি,০৪/১১/২০২৪ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ