অন্যান্য

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস  এর দাফন 

  প্রতিনিধি 15 February 2025 , 2:02:32 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার দুপুরে তাঁর নিজবাড়ী দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে তাঁকে শেষবিদায় জানানো হয়।

কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ সহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন  করেছে।

এ সময়, ইউএনও মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল খালেক, ওয়াহেদ আলী, সিরাজুল হক, আব্দুল জব্বার মাল, ওয়াজেদ আলী বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, দুর্গাপুর থানা পুলিশের কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আনিসুল হক সুমন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি,১৫/০২/২০২৫ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ