অন্যান্য

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মুন্সির শেষ বিদায়

  প্রতিনিধি 20 July 2025 , 5:25:45 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মুন্সি (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারণে তাঁর নিজবাড়ী পৌরশহরের বিরিশিরিতে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার বিকেল ৫.৩০ ঘটিকার সময়, বিরিশিরি (দক্ষিণ ভবানীপুর) ঈদগাহ মাঠে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময়, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. সিরাজুল হক, ওয়াজেদ আলী বিশ্বাস, মো. আবুল কালাম সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি, সাবেক পৌর কাউন্সিলর ইমরোজ হোসেন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরবর্তিতে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশেই জাতির শ্রেষ্ঠ সন্তান এই বীর যোদ্ধাকে কবরস্থ করা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ