নেত্রকোনার দুর্গাপুরে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে সংগঠনটির সদস্যদের মাঝে কার্ড বিতরণ করাহয়।
মঙ্গলবার(১৫অক্টোবর) বিকাল ৫ ঘটিকার সময় দুর্গাপুর পৌর শহরের বাগিচা পাড়া এলাকায় প্রতিভা কোচিং সেন্টারে সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ উমর ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করাহয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আহমেদ রাজু,সাধারণ সম্পাদক আশিক ইলাহি, উপদেষ্টা মুফতি আজিজুল হক বিষমপুরী,উপদেষ্টা মাসুম বিল্লাহ অভি, সাংবাদিক আল নোমান শান্ত,সাংবাদিক আনিসুল হক সুমন সহ সংগঠনের প্রায় অর্ধশত সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন,শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির কার্যক্রম গুলো দেখলে মনের মধ্যে প্রশান্তি আসে। ১মার্চ ২০২১ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,বন্যার্তদের সহায়তা প্রদান, প্রতি বছরেই হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা সহ প্রায় সবধরনের মানবিক কাজে নিরলস পরিশ্রম করে এই সংগঠনের প্রত্যেকটি স্বেচ্ছাসেবক। বক্তারা আরও বলেন এমন মানবিক ও সামাজিক কার্যক্রম গুলো মানুষের নিকট যেমন ভূয়সী প্রশংসনীয় সৃষ্টিকর্তার নিকটও উত্তম প্রতিদান পাওয়ার যোগ্যতা রাখে। সকলেই মানবিক ও সামাজিক কাজগুলোতে এগিয়ে আসলে, আমাদের দেশ ও সমাজ সুন্দর হবে আরও সমৃদ্ধি পথে এগিয়ে যাবে।
আনিসুল হক সুমন
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি,১৫/১০/২০২৪ইং