প্রতিনিধি 28 May 2025 , 8:36:20 প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন (২০) নামে এক ব্যবসায়ী যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার দুর্গাপুর-কলমাকান্দা আঞ্চলিক সরকে ভাঙ্গাব্রীজ সংলগ্ন ঠাকুরবাড়িকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাউসাম বাজারের নিজাম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় প্রত্যক্যদর্শীরা জানান, মোটরসাইকেল চালক ট্রাকটিকে সাইট দেওয়ার জন্য হর্ণ বাজায় সেই মূহুর্তে ট্রাকটিও সাইট দেওয়ার দেয় এসময় মোটরসাইকেল চালক ট্রাকটিকে অতিক্রম করা অবস্থায় রাস্তার গর্তে চাকা পরে মোটরসাইকেল টি আড়াআড়ি হয়ে গেলে মোটরসাইকেল চালকের মাথায় ট্রাকের পাশের অংশে বাড়ি লেগে চালক ও মোটরসাইকেল ছিটকে রাস্তার পাশে পরে যায়।
পরে স্থানীয়রা চালককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের বরাতে জানা যায়, আনোয়ার হোসেন তার খালার বাড়িতে বেড়াতে গিয়ে ছিলো সোমবার বিকেলে নিজ বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা কবলে নিহত হয় আনোয়ার। নিহত আনোয়ার বিগত ছয় মাস পূর্বেই বিয়ে করেছে।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে নিয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মডেল হাসপাতালে পাঠানো এবং এ বিষয়ে সকল আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।