প্রতিনিধি 15 January 2025 , 8:33:32 প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
“জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে দুইদিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহনে আয়োজিত মেলায় ইউএনও মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক তপন কুমার সাহা, প্রভাষক আবু সাদেক, সুফিয়া আক্তার খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবিস্কার নিয়ে ১৬টি স্টল স্থান পেয়েছে।
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির পরশে বিজ্ঞানীরা মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়েছেন। ফলে আমরা যেমন বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দেখতে পাচ্ছি ঠিক তেমনি আবহাওয়ার পূর্বাভাসও দেখতে পাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধায় কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো জায়গার আবহাওয়ার সব তথ্য পাচ্ছি। পৃথিবীকে নিয়ে গবেষণা করতে করতে মানুষ মহাশূন্যে পা দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যন্যা শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার গুরুত্ব দেয়ার জন্য আহবান জানানো হয়।