অন্যান্য

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মিনিট্রাক জব্দ

  প্রতিনিধি 5 January 2025 , 4:23:08 প্রিন্ট সংস্করণ

 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

 

 

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে ৯৬৩ বোতল ফেনসিডিলসহ একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে। গতকাল শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিল সহ ট্রাকটি আটক করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান আজ রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

 

 

 

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীন নলুয়াপাড়া বিওপির ছয় সদস্যের টহল দল সীমান্তে অভিযান চালায়। এ সময় মাদক চোরাকারবারিরা সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় চোরাচালানে ব্যবহৃত একটি মিনিট্রাক ফেলে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ট্রাকটি তল্লাশি করে ৯৬৩ বোতল ফেনসিডিল জব্দ করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত ফেনসিডিলসহ ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

আনিসুল হক সুমন

 

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি,০৫/০১/২০২৫ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ