অন্যান্য

দুর্ঘটনার শিকার অক্ষয় কুমার

  প্রতিনিধি 13 December 2024 , 11:28:18 প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক

 

মুম্বাইয়ে পরিচালক তরুণ মনসুখানির ‘হাউসফুল ৫’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। সেই ছবিরই একটি দৃশ্যের শুটিংয়ের সময় চোট পান অভিনেতা। দুর্ঘটনায় অক্ষয়ের চোখ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে ‘হাউসফুল ৫’ সিনেমার শুটিং সেটে অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করছিলেন। সেই সময়ে একটা কিছু উড়ে এসে তার চোখে পড়ে। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। চিকিৎসক অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে ছবির শুটিং চলছে।

 

এমন পরিস্থিতিতেও অক্ষয় দ্রুত শুটিং শুরু করতে চাইছেন বলে একটি সূত্র জানায়। ফের শুটিং সেটে ফিরে আসতে উদগ্রীব তিনি। একেবারে অন্তিম পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অভিনেতা আর ছবির কাজ ফেলে রাখতে চাইছেন না।

 

উল্লেখ্য, ‘হাউসফুল ৫’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়াস তলপড়ে, চাঙ্কি পান্ডে, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি। এ ছাড়া দেখা যাবে ফারদিন খান, দিনা মারিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পাটেকার, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং ও সৌন্দর্য শর্মাকে।ইউরোপের বেশ কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজেও শুটিং হয়েছে এ ছবির। নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, প্লাইমাউথসহ বিভিন্ন জায়গায় এ ছবির শুটিং হয়েছে। ছবির পরিচালক তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ ছবি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ