প্রতিনিধি 16 January 2025 , 6:28:57 প্রিন্ট সংস্করণ
সাব্বির হাসান স্টাফ রিপোর্টার(যশোর):
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যশোরের মণিরামপুরে তারুণ্যের উৎসব শেষ হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে মণিরামপুর উপজেলা প্রশাসন স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করে। বৃহস্পতিবার তারুন্য উৎসবের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান রয়েলের সঞ্চালনায় এসময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস, যুব উন্নয়ন অফিসার রেজাউল, হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, মণিরামপুর থানার ওসি নুর মোহাম্মদ,প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান। বক্তব্য শেষে তারুন্য উৎসব’ উপলক্ষ্যে নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ উপজেলার অন্ততঃ অর্ধশতাধিক প্রতিষ্ঠান উৎসবের মেলায় অংশ নেয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবকে আরও প্রাণবন্ত করে।