অন্যান্য

দেশজুড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: অস্ত্র, মাদক ও অপরাধী আটক

  প্রতিনিধি 18 August 2025 , 11:05:17 প্রিন্ট সংস্করণ

ঢাকা:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দেশজুড়ে চলছে জোরালো যৌথ অভিযান। এই সাঁড়াশি অভিযানে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও অন্যান্য অপরাধীদের বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ আটক করা হচ্ছে।
ছাত্রনেতা থেকে মাদক কারবারি, কেউ বাদ যাচ্ছে না
যৌথ বাহিনীর এই অভিযানে রাজনৈতিক পরিচয়ধারী অপরাধীরাও ধরা পড়ছে। সম্প্রতি ফেনী থেকে অস্ত্রসহ দুই ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। একই সময়ে রাজশাহীতেও এক সাবেক মেয়রের চাচাতো ভাইসহ তিনজনকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ আটক করা হয়।
অন্যদিকে, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে ১৩টি তাজা ককটেল, বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাদকদ্রব্যসহ এক কোটি টাকারও বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
সাত দিনে ৭০ জন আটক, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলা এই যৌথ অভিযানে মোট ৭০ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩ রাউন্ড গুলি, বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে তারা সাধারণ মানুষকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে।
এই অভিযান দেশজুড়ে অপরাধ দমনে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ