অন্যান্য

দেশব্যাপী চুরি-ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

  প্রতিনিধি 11 March 2025 , 9:45:12 প্রিন্ট সংস্করণ

oplus_0

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী চুরি, ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুুপুরে বাংলাদেশ কমিউিনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা শাখার নারী সেল এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নারী সেলের আহবায়ক তাসলিমা বেগমের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সহ:সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, কৃষক সমিতির আহবায়ক আব্দুল মালেক সরকার, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, নারী সেল নেত্রী মরিয়ম আক্তার, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।

বক্তরা বলেন, আমাদের একটাই দাবি ধর্ষণের মত জঘন্যতম অপরাধের দ্রুত বিচার নিষ্পত্তি ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ করতে হবে। আমরা এ দেশের নাগরিক। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে চুরি, ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা ব্যাপক হারে বাড়ছে। এসব অপরাধের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে দেশে বর্ররতা বেড়েই চলবে। এ থেকে পরিত্রানের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহবানও জানানো হয়।

আনিসুল হক সুমন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি,১১/০৩/২০২৫ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ