প্রতিনিধি 12 March 2025 , 1:27:44 প্রিন্ট সংস্করণ
রিটন কুমার নাথ
সারাদেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বান্দরবানে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ১২ই মার্চ বুধবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অর্ধশতাদিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা বলেন দেশে নারী ও শিশুরা নিরাপদ নয়। ধর্ষণও সহিংসতার হার দিন দিন আশঙ্কাজনক বৃদ্ধি পাচ্ছে। ধর্ষক দের কোন জাত বা পরিচয় নেই তার পরিচয় শুধু ধর্ষক। মানববন্ধন কর্মসূচিতে মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী বলেন, এই বাংলাদেশে কোন ধর্ষক রেহাই পাবে না বিচার সালিশ নয়, প্রচলিত আইনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এই মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন অংচমং মারমা, আরাধনা চাকমা, সুইয়েকিং, আসিফ ইকবাল, ও সৈয়দ আল মাশরুর জিসান। বক্তারা আরো দাবি জানান নারী সহিংসতার ঘটনায় জড়িত অপরাধীদের ৪৮ ঘন্টার মধ্যে বিচার কাজ শেষ করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।