অন্যান্য

দেশীয় অস্ত্রসহ দুর্গাপুরে পাহারাদার খুনের আরো ৫ আসামী গ্রেপ্তার

  প্রতিনিধি 24 March 2025 , 3:41:45 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে এক পাহারাদারকে খুন করে খামারের ৭টি গরু ডাকাতির মামলায় আরো ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে এ তথ্য জানান নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫) ও মো. ইউনুস আলী (৪৫)।

পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার (৬ মার্চ) গভীর রাত থেকে সকাল পর্যন্ত যেকোনো একসময়ে গোদালিয়া এলাকায় একটি গরুর খামারে এক পাহারাদারকে খুন করে খামারের সাতটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। পরে সোমবার (১০ মার্চ) ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকা এবং সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, তাদের হেফাজত হতে ওই ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুড়ি, রেঞ্চ এবং বেশকিছু ক্রু ড্রাইভারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। মামলার অপর আসামিদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

আনিসুল হক সুমন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ,২৪/০৩/২০২৫ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ