স্টাফ রিপোর্টার, মাগুরা
দেশের খ্যাতনামা সাংবাদিক, উদীয়মান মিডিয়া ব্যক্তিত্ব ও ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’ জাতীয় পত্রিকার সম্মানিত চেয়ারম্যান কে.এম. মোজাপ্ফার হুসাইন এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় ঢাকা-যশোর মহাসড়কের মাগুরা জেলার পারনান্দুয়ালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কে.এম. মোজাপ্ফার হুসাইন মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি কাঁচামাল বোঝাই ট্রাক তাঁর বাইকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে দৈনিক চেতনায় বাংলাদেশ-এর মাগুরা জেলার স্টাফ রিপোর্টার ফয়সাল হায়দার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্মানিত চেয়ারম্যানকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ আলম জানান, “উনার শরীরের কিছু অংশে আঘাত লেগেছে। তবে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষা করে বলা যায়, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
সাংবাদিকতা জগতে সততা, দূরদর্শিতা ও সাহসিকতার প্রতীক হিসেবে পরিচিত কে.এম. মোজাপ্ফার হুসাইন পত্রিকাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তাঁর নেতৃত্বেই ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’ অল্প সময়েই জাতীয় পর্যায়ে একটি বলিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে খ্যাতি অর্জন করেছে। “সময়ের প্রয়োজনে, ভাবনাহীন প্রকাশে”—এই স্লোগানকে সামনে রেখে তিনি তথ্যভিত্তিক ও গণমুখী সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়ে। বহু বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিক ও শুভানুধ্যায়ী তাঁর দ্রুত সুস্থতা কামনায় শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন।