দৈনিক চেতনায় বাংলাদেশ | ২৮ মে ২০২৫ | ঢাকা
জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনে নতুন গতি আনতে অনলাইন ডেস্ককে আরও গতিশীল ও তথ্যনির্ভর করতে দেশের উদীয়মান সাংবাদিক মোঃ রিফাত হোসেন-কে অনলাইন নিউজ এডিটর হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রিয় জাতীয় দৈনিক “দৈনিক চেতনায় বাংলাদেশ”।
তিনি ইতিপূর্বে আঞ্চলিক গণমাধ্যমে নিজস্ব দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে “রূপান্তর প্রতিদিন” এবং “দৈনিক অভয়নগর”-এ তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
যোগদানের প্রতিক্রিয়ায় রিফাত হোসেন বলেন “দৈনিক চেতনায় বাংলাদেশ কেবল একটি সংবাদপত্র নয়, এটি সময়, সমাজ ও সত্যের প্রতি দায়বদ্ধতার এক সাহসী উচ্চারণ। এই প্রতিষ্ঠানে যুক্ত হয়ে আমি কণ্ঠস্বর দিতে চাই সেইসব মানুষের, যাদের কথা সাধারণত আলোচনায় আসে না। আমি বিশ্বাস করি, তথ্য ও প্রযুক্তির যুগে অনলাইন সাংবাদিকতার অগ্রভাগে থেকে সত্য ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করাই সময়ের প্রধান চাহিদা।”
পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে.এম. মোজাপ্ফার হুসাইন বলেন—
“আমরা রিফাতকে আমাদের অনলাইন নিউজ ডেস্কে দায়িত্ব দিয়ে আশাবাদী। তার তরুণ নেতৃত্ব, সংবাদনিষ্ঠতা ও কাজের প্রতি আন্তরিকতা ‘দৈনিক চেতনায় বাংলাদেশ’-এর অনলাইন প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী ও পাঠকবান্ধব করে তুলবে।”
২০২০ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু করা “ চেতনায় বাংলাদেশ” বর্তমানে দেশব্যাপী পাঠকপ্রিয়তা অর্জন করেছে। পত্রিকাটি মুদ্রিত সংস্করণের পাশাপাশি cetonaibangladesh.news, www.dainikcetonaibangladesh.com এবং DCB টেলিভিশন এর মাধ্যমে অনলাইন ও মাল্টিমিডিয়ায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
এর অনুসন্ধানী রিপোর্টিং ইউনিট “গ্র্যান্ড লিকেজ”, সাহিত্য-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম “চেতনায় কবিতার আলপনা”, এবং ভবিষ্যত পরিকল্পনা “চেতনায় বাংলাদেশ – ২০৩০ মিশন” এই জাতীয় পত্রিকাটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে নিরন্তর কাজ করে যাচ্ছে।