অন্যান্য

দোহারে মানসিক প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা: প্রশ্ন, কে বাবা?

  প্রতিনিধি 27 April 2025 , 7:26:05 প্রিন্ট সংস্করণ

দোহার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলার মালিকান্দা এলাকায় মানসিক প্রতিবন্ধী এক নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে— কে এই সন্তানের বাবা?

 

পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে সুতারপাড়া হলের বাজারের কয়েকটি দোকানে পানি সরবরাহের কাজ করতেন। হঠাৎ করে তার অন্তঃসত্ত্বার বিষয়টি প্রকাশ পেলে পরিবার ও স্থানীয় ব্যবসায়ী সমাজের মধ্যে আলোড়ন তৈরি হয়।

 

শুক্রবার বিকেলে সরেজমিনে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে জানা যায়, প্রায় এক বছর ধরে বাজারের দোকানগুলিতে কাজ করছিলেন প্রতিবন্ধী নারীটি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরে তার মা ফরিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছোট ছেলে বোনের এই অবস্থা শুনে একা একাই ঘরের ভেতর কান্নাকাটি করে। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

হলের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ মোল্লা বলেন, “ভুক্তভোগী ও তার পরিবারকে ডেকে কথা বলেছি। মেয়েটি সঠিকভাবে কারো নাম বলতে পারছে না বলে কাউকে এখনো অভিযুক্ত করা যায়নি। তবে সন্তানের জন্মের পর সন্দেহভাজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাবার পরিচয় উদ্ঘাটন করা হবে। এছাড়া, তার চিকিৎসা ব্যয় বাজার কমিটি বহন করবে।”

 

দোহার উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ জানান, “রোববার আমাদের প্রতিনিধি দল ভুক্তভোগীর বাড়িতে যাবে। তাকে প্রতিবন্ধী ভাতা প্রদানসহ সরকারি সহায়তা নিশ্চিত করা হবে। আইনি প্রক্রিয়া চলাকালে পরিবারটির পাশে থাকবে সমাজসেবা অফিস।”

 

এদিকে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। দোষীকে শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ