মোঃ জীবন শেখ
কুষ্টিয়া দৌলতপুরে ওয়ারেন্ট ভুক্ত ০৪ আসামি গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর'৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়ার নেতৃত্বে দৌলতপুর থানার দুইটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে...
১। জিআর (সাজা) ২২৬/১৬ এর সাজা ওয়ারেন্ট ভুক্ত এক বছরের সাজা প্রাপ্ত আসামি মোঃ চঞ্চল, পিতা-মোঃ শফিকুল, গ্রাম-মহিষকুন্ডি আঞ্জু পাগলীর আস্তানাপাড়া,
২। দৌলতপুর জিআর ৬৩৩/২২ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ টুকন মোল্লা, পিতা-মৃত আকবর মোল্লা, ও
৩। মোঃ আহাদ আলী, পিতা-মৃত মুনছুর মোল্লা উভয় গ্রাম-বালিরদিয়াড়,
৪। দৌলতপুর জিআর ২৩১/১৭ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ পিন্টু হোসেন, পিতা-ছাত্তার বিশ্বাস, গ্রাম-মহিষকুন্ডি মাদ্রাসাপাড়া সর্ব থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করেন।