মোঃ আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
অন্তর্বর্তী সরকারের আমলে দ্রব্যমূল্যের অস্বস্তি দিয়ে শুরু হয়েছিলো রমজান মাস।দ্রব্যমূল্য সরবরাহে রয়েছে প্রবল ঘাটতি। ফলে অস্থিরতা বিরাজ করছে দ্রব্যমূল্য বাজারে।এই মাহে রমজানে দ্রব্যমূল্যের আমাদানি এবার ২৫-৭০ শতাংশ বাড়ানো হয়েছে তবুও এই রমজানে কাঁচাবাজার স্থিতিশীল থাকলেও বাজার থেকে উধাও সয়াবিন তেল।বেড়েছে গরু ও খাসির মাংসের দামও।লেবু, শসা, খেজুরের দামও উর্ধ্বাকাশে। ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো সংকটে ভুগছে।আবার সয়াবিন তেলের ডিলার ও কোম্পানির প্রতিনিধিরা বেশকিছুদিন ধরে সয়াবিন তেল সরবরাহ করছে না।যার ফলে দোকানে সৃষ্টি হয়েছে বোতলজাত তেলের তীব্র সংকট।বিশেষ সূত্রে জানা গিয়েছে। দেশের বড় বড় সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা করে অতিরিক্ত মুনাফা হাতানোর চেষ্টায় লিপ্ত।আরও জানা যায় তারা সয়াবিন তেল আমদানি করে গভীর সমুদ্রে মাদার ভেসেল জাহাজে মজুদ করছে।দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো মাত্র তারা সেগুলো খালাস করবে।কিন্তু সরকার সয়াবিন তেলের দাম বাড়ানোয় আগ্রহী নয়।অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন রমজানে চাহিদাসম্পন্ন বিশেষ দ্রব্যাদীর বাড়তি যোগান রাখা হয়েছে, যার কারণে সাধ্যের মধ্যেই থাকবে দাম।