অন্যান্য

ধর্মপাশায়,পানির নিচে আমন জমি কৃষকের মাথায় হাত।

  প্রতিনিধি 8 October 2024 , 7:33:30 প্রিন্ট সংস্করণ

রবি মিয়া

ধর্মপাশা(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ব্যাপক ক্ষতির মুখে আমন জমি। পাহাড়ি ঢল ও বানের পানিতে তলিয়ে গেছে আমন ধানের জমি। ধর্মপাশা উপজেলার কৃষি অফিসের তথ্য মতে জানা গেছে,উপজেলার ৫২৭০ হেক্টর আবাদ করা আমন জমির মধ্যে ৪ শত হেক্টর আমন জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে কৃষকের বেশী ক্ষতি হয়েছে সেলবরষ ইউনিয়নের আওতাধীন ফসলি জমির। মঙ্গলবার (৮অক্টোবর) সকালে মুষলধারে বৃষ্টি হওয়ায় আরো বেশি ক্ষতি হওয়ার কথা বলছেন কৃষকেরা। সৃষ্টি হওয়া বন্যার পানিতে সোনালী ফসল হারিয়ে নির্বাক হয়ে মাথায় হাত দিয়ে কৃষক খোঁজে বেড়াচ্ছে সোনার ফসল।অন্য দিকে জেলেদের কষ্টার্জিত টাকা দিয়ে কিনা পুকুর ও ডুবা থেকে বেরিয়ে যাচ্ছে মাছ।জেলেরা বলেন,আমাদের বেশি পরিমান ক্ষতি হয়েছে। এখন খালি হাতে ফিরতে হবে বাড়িতে। বাহিরকান্দা গ্রামের কৃষক মাসুদ মিয়া বলেন,আমার সব শেষ, আমি এখন প্রায় নিঃস্ব হয়েছি । খলাপাড়া গ্রামের কৃষক এরশাদ বলেন,আমি কৃষি কাজই করি।পানির নিচে তলইয়া গেছে সব। এহন কি করাম বুঝতাছিনা।সরকার যদি সাহায্য করে তইলে জানডা বাজবো।সরকারের কাছে আকুল আবেদন করেন ক্ষতি গ্রস্ত কৃষকরা।পানির তলায় আমন জমি

কৃষকের মাথায় হাত।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ