জামিয়া সুলতানা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সার্বিক সহায়তায় উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এতে সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন ধর্মপাশা এপির প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরামের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো.মাহমুদুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ, প্রধান শিক্ষক শাহ জাহান কবীর, নজমুল হায়দার প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যাতে এক ঘন্টা ব্যাপী পুষ্টি বিষয়ক সম্পর্কে আলোচনা করানো হয়।