জামিয়া সুলতানা
শনিবার সকাল ১০ ঘটিকার সময় ধর্মপাশা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অসহায় দরিদ্র শিশুদের মাঝে খাদ্য ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ধর্মপাশা উপজেলা রংধনু যুব ফোরাম ও আকাশ ছোঁয়া শিশু ফোরাম ।ধর্মপাশা উপজেলা রংধনু যুব ফোরাম ও আকাশ ছোঁয়া শিশু ফোরামের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায়ের সহায়তায় হতদরিদ্র দশ জন নারীর মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। জয়শ্রী,সেলবরষ,ধর্মপাশা তিনটি ইউনিয়নের মোট পনেরোটি শিশুর মধ্যে ঈদ বস্ত্র,এক প্যাকেট সেমাই,এক প্যাকেট দুধ,এক কেজি ময়দা,২৫০ গ্ৰাম চিনি,একটি কেক ও একটি চকলেট দেওয়া হয়।