মুস্তাক আহম্মেদ নকলা উপজেলা প্রতিনিধি:শেরপুরের নকলায় ১৩ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নকলা উপজেলা ছাত্রদল।
আজ(২৪ ফেব্রুয়ারি সোমবার) সকালে নকলা উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল সরকারের নেতৃত্বে নকলা হল পট্টি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার বলেন ধর্ষকের কোন পরিচয় থাকতে পারে না,সে যেই না কেনো তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এটি নিয়ে প্রশাসন কোন সময় ক্ষেপণ করলে নকলার ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে দূর্বার আনন্দোলন গড়ে তূলবে বলে হুশিয়ারি দেন। এই সময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা ছাত্রদলের সি-যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সারোয়ার হোসেন মিন্টু,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহাইনুল ইসলাম মহন, নকলা শহর ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ নকলা সরকারি হাজি জাল মামুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহ শরিফুল আলম, সদস্য সচিব জালাল উদ্দিন, সি- যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, নকলা সরকারি হাজি মাহমুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাসুম সহ নকলা উপজেলা ছাত্রদল,শহর ছাত্রদল,কলেজ ছাত্রদল বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষষার্থীরা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় প্রধান ভিযুক্ত আশিককে শনিবার সন্ধ্যায় আটক করে পুলিশ। অভিযুক্ত আশিক নকলা টালকি ইউনিয়নের শালুয়া গ্রামের আবু সাইদের ছেলে।
আর ওই কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। তার বাবা একজন দিনমজুর।
পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাশের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন কিশোরীকে খুঁজতে বের হয়। পরে বাড়ির পাশে ভুট্টাখেতে অচেতন অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে। ওই সময় মামলার আসামি বখাটে যুবক আশিকসহ আরও ৩-৪ জন পালিয়ে যায়।
পরে কিশোরীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই কিশোরী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে রোববার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা অভিযুক্তের বিচারের দাবিতে নকলা থানা ঘেরাও করেন।
পরিবারের অভিযোগ, রাতে পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বখাটে যুবকরা কিশোরীকে তুলে নিয়ে পাশের ভুট্টাখেতে গণধর্ষণ করেছে।
এ ব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার এবং কিশোরী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে কাজ করছে পুলিশ।