কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ভয়ানক এক অভিযোগ উঠল। এবার ধর্ষণের ঘটনায় নাম জড়াল ফরাসি এই তারকার। সুইডেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে, যদিও সুইডিশ পুলিশ রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পের নাম প্রকাশ করেনি। তবে দেশটির একটি দৈনিকে দাবি করা হয়েছে অভিযুক্ত এমবাপ্পে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
পিএসজি ছেড়ে ২৫ বছর বয়সী এই তারকা যোগ দেন রিয়ালে। দলটির হয়ে তার অভিষেকও হয়েছে। তবে বর্তমানে নেশনস লিগ চলায় তিনি রিয়াল থেকে ছুটি পেয়েছেন। কিন্তু জাতীয় দলেও না থাকায় ঘুরতে গেছিলেন সুইডেনে। সেখানেই নাকি ধর্ষণের মতো মারাত্মক ঘটনা ঘটিয়েছেন কিলিয়ান এমবাপ্পে!
আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, ২৫ বছর বয়সী এই তারকার বিরুদ্ধে সুইডেনের দৈনিক এক্সপ্রেসেন অভিযোগ করেছে, তিনি এক নারীকে গত সপ্তাহে ধর্ষণ করেছেন। সেই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমে সুইডিশ পুলিশ। জাতীয় দলের বাইরে থাকায় ফরাসি এই ফুটবলার গত বৃহস্পতিবার গেছিলেন সুইডেনে কয়েকজন বন্ধুকে নিয়ে ঘুরতে। এরপর এক রেস্তোরাঁয় খাওয়ার পর নাইট ক্লাবে যান তিনি।
পরে শুক্রবার সকালেই নাকি তিনি সুইডেন ত্যাগ করেন। আফটনব্লাডেট নামক আরেক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, এরই মধ্যে স্টকহোম সিটি সেন্টারে ধর্ষণের ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে এমবাপ্পের বিরুদ্ধে। সেই মহিলা চিকিৎসার জন্য আবেদন করাতেই নাকি ঘটনা প্রকাশ্যে এসেছে। যে হোটেলে এমবাপ্পে ছিল, সেখানে পুলিশের তদন্তকারী দল পৌঁছানোর ছবিও প্রকাশ করেছেন সেই সংবাদপত্র, নিজেদের খবরের সত্যতা প্রমাণের জন্য।
তবে এরই মধ্যে এমবাপ্পে দাবি করেছেন তিনি পিএসজি থেকে প্রায় ৬০ মিলিয়ন ডলার বকেয়া পান। সেই নিয়ে শুনানি চলছে। তার আগেই তার ভাবমূর্তি যাতে নষ্ট করা যায়, সেই জন্যেই নাকি পরিকল্পনা মাফিক এই ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি সরাসরি এই ঘটনার কথা অস্বীকার করেছেন এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।