অন্যান্য

ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পটুয়াখালীতে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ

  প্রতিনিধি 24 February 2025 , 4:45:45 প্রিন্ট সংস্করণ

 

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি:

বাউফলে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে হৃদয় তারুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ডিসি চত্বর হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাগরিক কমিটির রুশদা ইসলাম রিপা, জিনাত জাহান, বশির আহমেদসহ রিয়ান।

 

পরে বক্তারা বলেন, চব্বিশের গনঅভ্যুত্থানে দেশ স্বাধীন হলেও এদেশে এখনো নারীরা নিরাপদ নয়। শিশু থেকে বৃদ্ধ প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। আর সেখানে স্বরাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে। তাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়ার দাবি জানান তারা। এছাড়া নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ