অন্যান্য

ধর্ষণের লাঞ্ছনা আর ন্যায় বিচারের অভাবে ছাত্র-জনতার আন্দোলনে শহীদের মেয়ে আত্মহত্যা 

  প্রতিনিধি 26 April 2025 , 9:47:20 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের এক শহীদ পরিবারের কলেজপড়ুয়া মেয়ে ধর্ষণের ক্ষত আর ন্যায়বিচারের আশাভঙ্গের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তরুণী।

গত ১৮ মার্চ ওই কলেজছাত্রী বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওনা হন। পথে নলদোয়ানী এলাকায় অভিযুক্ত সাকিব ও সিফাত তার পথরোধ করে মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির পরিত্যক্ত ভিটায় নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরদিনই ভুক্তভোগী সাহস করে দুমকি থানায় সাকিব ও সিফাতের নাম উল্লেখ করে মামলা করেন।

ধর্ষণের মতো ভয়াবহ ঘটনার পরও অভিযুক্তদের গ্রেপ্তার হলেও, সম্প্রতি সাকিব মুন্সীর জামিনে মুক্তির খবর ভেঙে দেয় মেয়েটির বুকের সবটুকু সাহস। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিচারের দীর্ঘসূত্রতা, সামাজিক অপবাদ এবং অপরাধীর মুক্তির খবর তার হৃদয়ে চূড়ান্ত আঘাত হানে। শেষমেশ, সমাজ আর আইনের কাছে বারবার হেরে যাওয়া মেয়েটি নিজের জীবনই শেষ করে দেয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ