প্রতিনিধি 24 November 2024 , 7:55:36 প্রিন্ট সংস্করণ
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী বলেন, অতীতের নির্বাচনের সময় যারা ভোট ডাকাতি করেছিল তাদের চিহ্নিত করে মামলা করা হবে। তাঁরা এক একটা ভোট কেন্দ্রে ২৫ লক্ষ টাকা দিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি নির্বাচিত হয়েছিল। সে টাকা সরকারি কর্মকর্তাদের দিয়েছে । এখন সে ব্যবসা চলতে দেওয়া যাবে না। এখন জনগন যাকে ভোট দিবে, সে মেম্বার ,চেয়ারম্যান, এমপি নির্বাচন হবে। বাংলাদেশর মানুষ কে নিরাপদে রাখার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে।
বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য করে শাহাজাহান চৌধুরী বলেন, গত ষোল বছরে আপনারা অনেক ধান উৎপাদন করেছেন। ইঁদুর যেন সেই ধান নষ্ট করতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এখন কিছু কিছু ইঁদুর বাহির হয়েছে সেগুলো পাহারা দিবেন। আমরা সঠিকভাবে নেতৃত্ব দেয়ার জন্য আল্লাহর কাছে ও এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (২৩ নভেম্বর) উখিয়ার কোর্টবাজারে অনুষ্ঠিত হলদিয়াপালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
কর্মী সমাবেশে হলদিয়াপালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামশুল আলম।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। তিনি বলেন, কোন সন্ত্রাসীর জায়গা উখিয়ায় হবেনা। শান্তির শহর কোর্টবাজারে কিছু চিহ্নিত দুষ্কৃতকারী প্রতিদিন ঘুরাফেরা করে। যারা বিভিন্ন সময় মানুষের ওপর হামলা করে। কোর্টবাজারের সচেতন মানুষকে এসব দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে সহযোগীতা করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। উখিয়া উপজেলা বিএনপির সহসভাপতি দলিলুর রহমান শাহীন, সিনিয়র যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজীব, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদার, উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোরশেদুল হক ভুট্টো ও আলী হোসাইন সুমনসহ নেতৃবৃন্দরা।
উক্ত কর্মী সমাবেশে ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷