প্রতিনিধি 19 August 2025 , 4:08:40 প্রিন্ট সংস্করণ
নওগাঁর ধামইরহাটে বার্ষিক উন্নয়ণ তহবিল (এডিবি) হতে বরাদ্দকৃত অর্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়েছে। ১৯ আগস্ট বিকেল ৫ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন এতিমখানায় ও প্রেস ক্লাবে দুটি করে ফুটবল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার।
উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম জানান, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ২ হাজার ২২০ জন শিক্ষার্থীদের মাঝে ব্যাগ,পেন্সিল, ওয়াটার পট, ও রাবার সহ শিক্ষা উপকরণ সেট এবং মাধ্যমিক বিদ্যালয় ও মাদারাসায় ৫৫ টি ভলিবল ও ৫৩০টি ফুটবল বিতরণকরা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।