অন্যান্য

ধামরাইয়ে হবু পুত্রবধূর নাচ ভাইরাল: যাত্রাপালার মেয়ে ঘরে নয় ঘোষণা পাত্রপক্ষের, বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা।

  প্রতিনিধি 4 July 2025 , 5:34:33 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, ধামরাই

ধামরাইয়ে এক বিয়েকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর হঠাৎ ভাইরাল হয় হবু কনের একটি নাচের ভিডিও। এতে ক্ষুব্ধ হয়ে বিয়ে ভেঙে দিয়েছেন পাত্রের বাবা। এ ঘটনাকে ঘিরে দুই পরিবারের মধ্যে শুরু হয়েছে বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি অবস্থান ও মামলার হুমকি।

সূত্র জানায়, কলেজপড়ুয়া এক তরুণীর সঙ্গে বিয়ের পাকা কথা হয়েছিল ধামরাইয়ের এক তরুণের। বৃহস্পতিবার ছিল তাদের বিয়ের নির্ধারিত দিন। এরইমধ্যে কনের নাচের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, সে তার কলেজের একটি অনুষ্ঠানে “দৃষ্টিকটু ভঙ্গিতে” নাচছে। ভিডিওটি ছড়িয়ে পড়ে পাত্রপক্ষের এলাকায়, যা দেখে বেজায় ক্ষিপ্ত হন ছেলের বাবা।

পাত্রের বাবাকে ফোন করে কনের বাবা যখন বিয়ের সিদ্ধান্ত থেকে সরে না আসার অনুরোধ জানান, তখন উত্তরে তিনি বলেন,
আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার ঘরে আনবো না। দরকার হলে আপনাদের সব খরচ আমি দিয়ে দেব।

দুই পক্ষের মধ্যে এই ফোনালাপের রেকর্ড ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে।বিষয়টি নিয়ে পাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
আমি বহুবার বাবাকে বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। এটা আমার নিয়ন্ত্রণের বাইরে।

এদিকে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান,ছেলেটার বউ এমন নেচেছে যে, পুরো গ্রামে ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে। এমনকি হাজী সাহেবকেও সবাই সেটা দেখিয়ে কটাক্ষ করেছে।
এই সামাজিক চাপে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন পাত্রের বাবা।

বিষয়টি নিয়ে কনের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি এবং সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করেন। ফলে সংশ্লিষ্টদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

তবে প্রশ্ন রয়ে গেছে একটি নাচই কি এত বড় সিদ্ধান্তের কারণ হতে পারে? নাকি এর পেছনে লুকিয়ে আছে সমাজের ‘অলিখিত আচরণবিধি’ আর নারীর স্বাধীনতার প্রতি গভীর অবজ্ঞা?

ঘটনার রেশ এখনও থামেনি। ধামরাইয়ের মানুষজনের মুখে মুখে এখন এই বিয়ে-ভাঙার কাহিনি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ