বিশেষ প্রতিনিধ (নওগাঁ)
মঙ্গলাবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য আব্দুর রহমান, নওগাঁ জেলা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ও সেক্রেটারী প্রভাষক শহিদুল ইসলাম, সদস্য জামাল উদ্দিনসহ নওগাঁ জেলার ওলামারা।
সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন নওগাঁ জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম।