অন্যান্য

নওগাঁয় নদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি 19 November 2024 , 7:52:28 প্রিন্ট সংস্করণ

মহসিন রেজা

নওগাঁর মহাদেবপুরে কলোনীপাড়া এলাকার আত্রাই নদীর পাড় থেকে ক্ষত-বিক্ষত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আত্রাই নদীর পাড়ে শেয়ালে খাওয়া একটি নবজাতকের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার সকালে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পান তারা। শিশুটির নিচের অংশ ও একটি হাত শেয়াল বা অন্য কোন হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। তবে মুখমন্ডলসহ উপরের অংশ অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তার অপকর্ম আড়াল করতে নবজাতকটিকে হত্যা করে সেখানে ফেলে যায়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
DB/MN

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ