প্রতিনিধি 19 August 2025 , 4:16:21 প্রিন্ট সংস্করণ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁয় যাত্রীবাহী TV বাসের ধাক্কায় ছলিম উদ্দিন সরদার (৭৭) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের নওগাঁর মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী নামক স্থানে নওগাঁ থেকে রাজশাহী অভিমুখী যাত্রীবাহী একটি বাসের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
নিহত ছলিম উদ্দিন সরদার নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের শৈলকোপা গ্রামের মৃত গ্যানা সরদারের ছেলে। তিনি পেটের ক্ষুধা মেটাতে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে খাবার খেতেন বা সংসার চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অন্যান্য দিনের মতো আজ সকালে তিনি সাহায্যের জন্য হাট চকগৌরী বাজারে আসেন এবং রাস্তার দক্ষিণ পাশের দোকান গুলো থেকে সাহায্য নিয়ে রাস্তার উত্তর পাশে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দিলে বাজারের লোকজন চিৎকার দিয়ে ওঠে বাস থামাতে বললে ঐ সময় বাসের চালক বাস না থামিয়ে তার উপরদিয়ে বাসনিয়ে পালিয়ে গিয়ে চৌমাশিয়ামোড় এলাকায় মেসার্স হক ফিলিং স্টেসনে বাস রেখে বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়। অপরদিকে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, দূর্ঘটনার সাথে সাথেই স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।