অন্যান্য

নওগাঁয় রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  প্রতিনিধি 10 December 2024 , 2:52:47 প্রিন্ট সংস্করণ

মহসিন রেজা

নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত আনুমানিক ২৫ বছর বয়সী এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের দেড়-দুই’শ গজ পশ্চিমে দক্ষিণ ওড়া নামক স্থানে মহাদেবপুর-শিবপুর রাস্তার পাশে ছোটো একটি ঝোপের ভেতর একটি মহিলার লাশ দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ মো. হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এখন পর্যন্ত ওই লাশের প্রকৃত পরিচয় জানা যায়নি।
DB/MN

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ