অন্যান্য

নওগাঁয় শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় সভা।

  প্রতিনিধি 11 November 2024 , 2:27:52 প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক

 

নওগাঁর মান্দা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

  • মতবিনিময় সভায় নবাগত ইউএনও তার বক্তব্যে বলেন, আমি আপনাদের শিক্ষা পরিবার নিয়ে শিক্ষক, শিক্ষার মান ও বিদ্যালয় ভবন উন্নয়নে কাজ করতে চাই। এছাড়াও মান্দা উপজেলার বিভিন্ন উন্নয়ন করে মান্দা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আসাবাদ ব্যক্ত করেন তিনি। এ সভায় আরো উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বেদারুল ইসলাম, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার স্বপন, রেবা আক্তার আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ আ. গফুরসহ মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ