মোঃ মোহাইমেনুল হক
নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক দোকান ঘর উচ্ছেদ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এ বিষয়ে নিয়ামত পুর থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায় নিয়ামতপুর উপজেলার চন্দন নগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোঃ মাইনুল ইসলাম পিতা মৃত ছালেদ আলী মন্ডল গত ২০০৮ ইংরেজী সালে ছাতড়া বাজারে আমি দোকান ঘর নির্মাণ করে অদ্যবদ্ধি ব্যবসা করে আসছি কিন্তু হঠাৎ করে চন্দন নগর ইউনিয়নের ছাতড়া গ্রামের ১। মোঃ জাহাঙ্গীর ২৷আলমগীর উভয়ের পিতা মৃত মকবুল ৩।মোঃ মিজানুর পিতা মৃত শমসের দেওয়ান ৪৷মোঃ আলাউদ্দিন পিতা মৃত আবুল উভয়ের গ্রাম কৃষ্ণপুর ইউনিয়ন চন্দন নগর থানা নিয়ামতপুর জেলা নওগাঁ।তারা পূর্বের পরিকল্পনা অনুযায়ী দুষকৃতকারীরা উপরের চারজন সহ আরও অজ্ঞাত ৮-১০ জন মিলে সেই দোকান ঘর ভাংচুর করে,
এ বিষয়ে দৈনিক চেতনায় বাংলাদেশ প্রতিবেদক কে বলেন আমি উক্ত দোকান ঘরের জমিটি গোলাম রসূল এর নিকট হইতে রেজিস্ট্রি কবলা দলিল মূলে ক্রয় করি।ক্রয়ের পর হইতে আমি তফসিল বর্ণিত সম্পত্তিতে ইট দ্বারা দোকান ঘর তৈরি করিয়া সিরামিক ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছিলাম। আমার দোকানের পিছনে টিন দ্বারা গোডাউন ঘর তৈরি করিয়া সেখানে দোকানের মালামাল রাখি, বিবাদীরা ইতিপূর্বে আমার জায়গা জবর দখল করার চেষ্টা করে আমার দোকানের পিছনে থাকা গোডাউন ঘর ১০.১২.২৪ তারিখে মেরামত করাকালে বেলা অনুমান ৩টার দিকে বিবাদীরা সহ অজ্ঞতনামা আর ৮\১০ জন আমার দোকানের ভিতর অনাধিকার ভাবে প্রবেশ করিয়া আমার দোকান ঘর ভাঙচুর পূর্বক আমাকে মারপিট করিয়া আমার ক্যাশ বাক্স হইতে ১ নং বিবাদী 2 লক্ষ টাকার অধিক অসত উদ্দেশ্যে নিয়ে নেয়। বিবাদীরা আমাকে দোকানের ভিতর আটক করিয়া রাখিয়া আমার গোডাউন ঘর সহ দোকানের মালামাল ভাঙচুর করিয়া অনুমান চার লক্ষ টাকার অধিক ক্ষয় ক্ষতি সাধন করে।
বিবাদীরা আমার দোকানে আগুন দেওয়ার পরিকল্পনা করে, বিবাদীদের তাণ্ডব দেখে আমি ৯৯৯ নাম্বারে ফোন দিলে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে আমাকে রক্ষা করিলে বিবাদীরা হুমকি দিয়ে চলে যায় ঘটনার বিষয় সাক্ষী ১। ফিরোজ পিতা মৃত্যু গোলাম রসুল সাং ছাতড়া ২। রানা পিতা মৃত নওশাদ আলী সাং আমোইল ৩। হাসান পিতা আলিমুদ্দিন সাং কৃষ্ণপুর সর্ব থানা নিয়ামতপুর জেলা নওগাঁ গণ সহ স্থানীয় দোকানদারগণও তাদের তান্ডব দেখেছেন ।নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান কে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
আমি তাই প্রশাসনের কাছে সাহায্য কামনা করছি, যাতে করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভাংচুর ও লুটপাট করে যে ক্ষতি সাধন করেছে তার ন্যায্য বিচার কামনা করছি ।