অন্যান্য

নওগাঁর মান্দায় মিষ্টি আলুর গাছ কাটাকে কেন্দ্র করে কুপিয়ে জখম

  প্রতিনিধি 27 October 2024 , 3:25:23 প্রিন্ট সংস্করণ

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় কাশোপাড়া ইউনিয়নের নাপিত পাড়া গ্রামে মিষ্টি আলুর গাছ কাটাকে কেন্দ্র করে শফির উদ্দিন (৬৫) নামে এক কৃষক কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় শফির উদ্দিন বাদি হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শফির উদ্দীন ক্রয় সূত্রে তার পাঁচ শতাংশ জমিতে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছে। তারই ধারাবাহিকতায় সে তার জমিতে মিষ্টি আলু রোপন করে। অপরদিকে একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন এর ছেলে মেহের আলী(৬২) তাদের জমি বলে দাবি করে মিষ্টি আলুর গাছ গুলো কেটে ফেলেন।শফির উদ্দিন গাছ কাটতে বাধা দিলে কথা কাটাকাটি এক পর্যায়ে মেহের আলী তার স্ত্রী সবেদা বেগম তার দুই বোন মালেকা দেওয়া ও মাজেদা বেগম তাকে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং মেহের আলী তার হাতে থাকা হাসুয়া দিয়ে শফির উদ্দিনের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। শফীর উদ্দিনের ডাক চিৎকারে তার স্ত্রী আনজুয়ারা বিবি তাকে উদ্ধার করতে আসলে, আঞ্জুমান বিবি কে ও ব্যাপক মারধর করে।

স্থানীয় লোকজন এসে শফির উদ্দিন ও তার স্ত্রীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তীতে দায়িত্বরত চিকিৎসক শফির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনছুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ