অন্যান্য

নওগাঁ সদর পাটালির মোড় সমাজ সেবা সংস্থার উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন 

  প্রতিনিধি 4 January 2025 , 5:26:14 প্রিন্ট সংস্করণ

 

মোঃ মোহাইমেনুল হক

 

০৩/০১/২৫ ইং রোজ শুক্রবার বৈকাল ০৪,০০ ঘটিকায় নওগাঁ সদর, হাট নওগাঁ পাটালির মোড় সমাজ সেবা সংস্থার উদ্যোগে ছিন্ন মূল মানুষের মাঝে ৩৫০ জন অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন,নওগাঁর ঐতিহাসিক শাহী জামে মসজিদের পেশ ঈমাম মৌঃ মোঃআঃমান্নান,পাটালির মোড় সমাজ সেবা সংস্থার সভাপতি মোঃমিঠুন হোসেন সাঃসম্পাদক মোঃমোমেন হোসেন, সহ সভাপতি বিপ্লব হোসেন দেওয়ান,সাংগঠনিক সম্পাদক মোঃজুয়েল দেওয়ান,সহ সাংগঠনিক জাহাঙ্গীর আলম সহ সংগঠনের বিভিন্ন পদবীর সকল সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্টমিডিয়ার সাংবাদিক বৃন্দ। নওগাঁতে অতি তীব্র শীতের মাঝে গরীব দূঃখী মানুষেরা এই শীতের কম্বল পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। কম্বল পেয়ে ছিন্নমূল মানুষেরা দোয়া করেন এমন সংগঠন দেশের সব এলাকায় হওয়ার দরকার। এই সংগঠন দেশের বিভিন্ন সংকটময় মূহুর্তে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করে থাকে। বিভিন্ন ঈদে যেমন ঈদুল ফেতর ও ঈদূল আজাহার, কুরবানির ঈদের গোস্তো সংগ্রহ করে,যে সকল মানুষ কুরবানী দিতে পারে না,তাদের ঘরে ঘরে তৈল মসলা সহ রান্নার প্রয়জনীয় সামগ্রী পৌঁছে দেয়।

 

শীতবস্ত্র বিতরণ শেষে সংস্থার সভাপতি ও সাঃসম্পাদক মিডিয়ার সামনে শীতবস্ত্র গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাদের জন্য দোয়া করিবেন, আমরা যেন এমন আরও ভালো কাজ করতে পারি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ