মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ ৬/১১/২৪ ইং তারিখে, ১৬ বিজিবি ব্যাটালিয়ান (১৬বিজিবি)অধিনায়ক লেঃকর্নেলঃমুহাম্মদ সাদেকুর রহমান পিপিএম, পিএসসি, এর দিক নির্দেশনায় রহন পুর বিওপি এলাকায়, গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে, ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে, বিজিবির একটি চৌকশ দল মোবাইল চোরা কারবারির মূল হোতা সহ ২২৬ টি মোবাইল ও একটা মটর সাইকেল ধরতে সক্ষম হয়েছে।
১৬ বিজিবির একটি গুরুত্বপূর্ণ ক্যাম্প রহনপুর বিওপি।গত ৬ তারিখ ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ তার দলবল নিয়ে ওঁত পেতে থাকে, চোরা কারবারি মূল হোতা মোঃমহিদুল(৩৮) পিতাঃ মৃত,জিল্লুর রহমান সাংঃকিরনগজ্ঞ পোঃবিনোদপুর,থানাঃশিবগজ্ঞ,জেলাঃচাপাই নবাবগজ্ঞ,দ্রুত গতিতে মটর সাইকেল চালিয়ে আসতে দেখে নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ সহ বিজিবির অপেক্ষা কৃত দলবল তাকে ধরে ফেলে এবং তার কাছে থাকা ২৬ টি প্যাকেট সহ একটা মটর সাইকেল আটক করে। এই ২৬ টি প্যাকেট থেকে মোট ২২৬ টি স্মাট ফোন(মোবাইল )উদ্ধার করে এবং তাকে এ্যরেষ্ট করা হয়।এমন চোরা কারবারির মূল হোতা সহ চোরাই মাল মাত্র জব্দ করায় এলাকায় আগামী দিনে ব্যাপক ভূমিকা রাখবে বলে সংলিষ্টরা মনে করেন।১৬ বিজিবির নেতৃত্বে ইতিপূর্বে অনেক বড় বড় চালান ধরেছে এর মধ্যে, বিদেশি মদ,গাঁজা,ফেনসিডিল, কাপড় সহ বিভিন্ন ধরনের বিদেশি সামগ্রী রয়েছে।