অন্যান্য

নওয়াপাড়ায় বিএনপিনেতা জনির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি 16 October 2024 , 3:14:46 প্রিন্ট সংস্করণ

মতিন গাজীঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওয়াপাড়া পৌর শাখার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া ইনস্টিটিউট গেট থেকে বেরিয়ে যশোর খুলনা মহাসড়কে প্রদক্ষিণ করে নওয়াপাড়া বাজারের সোহরাব প্লাজা চত্বরে এসে শেষ হয়। এর আগে এক প্রতিবাদ সভা নওয়াপাড়া স্টেশন বাজারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, থানা যুবদলের সদস্য সচিব ভিপি হারুন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ সাথী, বিএনপিনেতা শাহীন বাঘা, চলিশিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ আলী বেগ সোনা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাবলু বেগ, সাধারণ সম্পাদক জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম বিশ্বাস, পৌর ছাত্রদলের সাবেক সদস্য শাহ মাহমুদ প্রমুখ। এ সময় বক্তারা, ২৪ ঘন্টার মধ্যে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানান অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ