অন্যান্য

নকলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  প্রতিনিধি 11 December 2024 , 1:09:00 প্রিন্ট সংস্করণ

 

মাহদি হাসান শেরপুর

 

শেরপুরের নকলায় সিফাত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর)সকালে উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত সিফাত মিয়া ওই এলাকার ওয়াসিম মিয়ার ছেলে ও নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিফাত সবার অগোচরে আজ (বুধবার) সকাল অনুমান ৭টার দিকে শয়ন কক্ষের ঘরের ধর্ণার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার নানা বুরন মিয়া শয়ন কক্ষে ঝুঁলন্ত দেখে ডাকচিৎকার শুরু করলে পরিবারের অন্যান্যরা এসে দেখে সিফাতের মরদেহ রশিতে ঝুঁলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ সকালে পশ্চিম টালকী এলাকায় সিফাত নামের এক ছাত্র আত্মহত্যা করে। আমরা তার মরদেহের সুরতহাল প্রস্তুত করেছি। পরবর্তী আইনী ব্যবস্থা অব্যাহত আছে। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যার কোন কারন জানা যায়নি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ