মাহদি হাসান,শেরপুর
শেরপুর জেলার নকলা থানার উদ্যোগে সোমবার (১০ মার্চ) পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়।
নকলা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম।
সভায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল হক, ৬ নং পাঠাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিদুল ইসলাম তালুকদার, পুলিশিং কমিটি ৬ নং পাঠাকাটা ইউনিয়ন শাখার সভাপতি মো. আইনাল হক, নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং পাঠাকাটা ইউনিয়নের সভাপতি মো. আতিক আলম, ইসলামি আন্দোলন নকলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, যুবদল ৬ নং পাঠাকাটা ইউনিয়নের সদস্য সচিব মারুফ হাসান ভুট্টু প্রমুখ।
সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পুলিশের পক্ষ থেকে জনগণের সহযোগিতা কামনা করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।