অন্যান্য

নকলায় জাতীয় সমাজসেবা দিবস -২০২৫ পালিত।

  প্রতিনিধি 2 January 2025 , 2:45:50 প্রিন্ট সংস্করণ

 

মাহদি হাসান, নকলা, শেরপুর

 

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

 

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রে’র সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, প্রমুখ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ