মুস্তাক আহম্মেদ নকলা উপজেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল নকলা উপজেলা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ(১৪ মার্চ শুক্রবার)নকলা শাহরিয়ার ফাজিল মাদ্রাসা মাঠে নকলা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিউল আলম পলাশ এর সভাপতিত্বে এবং সি. যুগ্ম আহ্বায়ক মোঃ মোরাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক,মোঃ আতাহারুল ইসলাম(আতা) ,সি. সহ সভাপতি শ্রী জিতেন্দ্রনাথ, নকলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, খন্দকার তোফায়েল আলম(মাসুম)মোঃ জয়নাল আবেদীন, নকলা শহর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লুটাস, সদস্য সচিব, সাদেকুর রহমান সাদেক, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানসহ শেরপুর জেলা যুবদল,নকলা উপজেলা যুবদল,শহর যুবদল এবং বিভিন্ন ইউনিয়নের থাকে আসা যুবদলের সাবেক ও বর্তমানের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে-জেলা যুবদলের সভাপতি মাসুদ বলেন দীর্ঘ দিনের লড়াই সংগ্রাম করে ৫ আগস্ট দেশ সৈরাচার হাসিনা মুক্ত হয়েছে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং এই দেশে আওয়ামী লীগ যেনো পুনর্বাসন না হতে পারে সেই বিষয়ে নেতা কর্মিদের রাজপথে ঐক্যবদ্ধ ভাবে থাকার আহবান জানান শফিকুল ইসলাম মাসুদ।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা এবং ২৪ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।