মোঃ শাহাদাৎ হোসেন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ও কোদালিয়া শহীদরগর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় উপকার ভোগীদের তালিকা যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২০ জুলাই) সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে যাচাই বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন যাচাই বাছাই কমিটির সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আরা বেগম, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল, ভারপ্রাপ্ত কর্মকর্তা নগরকান্দা খাদ্য কর্মকর্তা আশিকুর রহমান,গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুর রহমান মুকুল, আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, তৈয়াবুর রহমান,হেলালউদ্দীন হেলাল,রবিউল ইসলাম বাবু প্রমুখ।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এর সভাপতিত্বে উম্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপঅফিসার রওনকআরা বেগম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানকর্মকর্তা নগরকান্দা খাদ্য গুদাম আশিকুর রহমান প্রমুখ ।