অন্যান্য

নগরকান্দা লটারির মাধ্যমে ওএমএস এর ডিলার নিয়োগ

  প্রতিনিধি 20 July 2025 , 12:38:11 প্রিন্ট সংস্করণ

মোঃ শাহাদাৎ হোসেন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার জন্য ওএমএস কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

রবিবান ( ২০ জুলাই ) দুপুর ১২ টায় নগরকান্দা উপজেলা পরিষদ সভা কক্ষে সচ্ছতার মাধ্যমে ডিলারসিপ প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে পৌরসভার ০৬ টি বিক্রয় কেন্দ্রের জন্য ০৬ জন ডিলার চূড়ান্ত করা হয় ।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এর সভাপতিত্বে উম্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আরা বেগম,লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল,নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, ভারপ্রাপ্ত কর্মকর্তা নগরকান্দা খাদ্য গুদাম আশিকুর রহমান প্রমুখ ।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীদের মধ্যে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দিবেন”।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ