প্রতিনিধি 18 June 2025 , 6:09:56 প্রিন্ট সংস্করণ
রাশেদ রাসু,
নড়াইল
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো বেদভিটা গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়া (৯) এবং আল-আমীন ফকিরের মেয়ে মীম (৯)। তারা দু’জনেই স্থানীয় একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।
বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে একটি নতুন খনন করা পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু ঘরের কাজের ফাঁকে কাউকে না জানিয়ে পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণেও তারা বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় বিলের পাড়ের নতুন পুকুরে অনুসন্ধান চালিয়ে নিথর অবস্থায় তাদের উদ্ধার করা হয়। দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এমন করুণ মৃত্যুর খবরে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা।
বাঁশগ্রাম ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য রানি বেগম বলেন, “দুইটি শিশুর এমন মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। পুরো গ্রামে শোকের মাতম চলছে।”
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”