প্রতিনিধি 10 February 2025 , 6:38:49 প্রিন্ট সংস্করণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়া থানার ওসি আশিকুর রহমানের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মোঃ ইসলাম শেখ (২১) নামের একজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইসলাম শেখ (২১) নড়াইলের লোহাগড়া থানাধীন নাওরা গ্রামের মোঃ আলম শেখের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান, রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল লোহাগড়া পৌরসভাধীন লক্ষীপাশা মোল্যার মাঠের সামনে ঢাকা নড়াইল গামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের
তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইসলাম শেখ (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে।